""

ফি আমানিল্লাহ অর্থ কি?

ফি আমানিল্লাহ অনেক গুরুত্বপূর্ণ শব্দ। এটা বিভিন্ন ক্ষেত্রে মানুষ ব্যবহার করে থাকে। এই শব্দটি অনেক পরিচিত। কিন্তু এর অর্থ কি? ও কোথায় ব্যবহার করা হয় এ সম্পর্কে আমরা অনেকেই জানিনা। তাই আজ আমি ফি আমানিল্লাহ অর্থ কি? ও ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে কিনা? এটা কেন বলা হয়? ও ফি আমানিল্লাহ এর জবাব কি বলতে হয়? ইত্যাদি এসব নারায়ণ বিষয় নিয়ে আলোচনা করব।

ফি আমানিল্লাহ অর্থ কি?

অতএব আপনি যদি এ সমস্ত প্রশ্নের উত্তর জানতে চান তাহলে সম্পূর্ণ পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।

সূচিপত্রঃ ফি আমানিল্লাহ অর্থ কি? যেসব জায়গায় ব্যবহার করবেন।

ফি আমানিল্লাহ শব্দের অর্থ কি ?০১

ফি আমানিল্লাহ এটা মূলত আরবি শব্দ। এখানে তিনটি শব্দ রয়েছে।
  • ফি এর অর্থ ( মধ্যে ) । এখানে অর্থ হবে ( য় )
  • আমানুল অর্থ নিরাপত্তা
  • আল্লাহ
পারিভাষিক অর্থ: আল্লাহর নিরাপত্তায়। অর্থাৎ আল্লাহ তায়ালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম।

ফি আমানিল্লাহ কেন বলা হয়?০২

বিভিন্ন উদ্দেশ্য কি আমানিল্লাহ বলা হয়।
  • স্বাভাবিক দোয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।
  • কেউ যদি ভ্রমণ করে রাস্তায় তার নিরাপত্তার জন্য ফি আমানিল্লাহ বলা হয়।
  • বিপদ-আপদে দোয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়।
  • অসুস্থতার দোয়ার ক্ষেত্রেও ফি আমানিল্লাহ ব্যবহার করা হয়।
  • কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়।
ইত্যাদি এরকম আরো অনেক উদ্দেশ্যই ফি আমানিল্লাহ ব্যবহার করা হয়।

ফি আমানিল্লাহ ইংরেজি কি?০৩

মূলত ফি আমানিল্লাহ এর জন্য কোন ইংরেজি শব্দ নেই। আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যে গুড মর্নিং বলি। প্রকৃতপক্ষে গুড মর্নিং বলে কোন ধরনের লাভ হয় না।
পাশাপাশি কোন ধরনের নেকি হয় না অর্থাৎ সওয়াব হয় না এবং রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে আমরা যে গুডনাইট বলে থাকি। এই গুডনাইট বলার ক্ষেত্রেও কোন ধরনের লাভ হয় না এবং সায়া পাওয়া যায় না। এটা ইসলামিক সাংস্কৃতিক না।
অতএব আপনি যদি গুড মর্নিং এবং গুড নাইট এর পরিবর্তে ফি আমানিল্লাহ বলেন। এর দ্বারা আপনি অনেক সাওয়াব পাবেন। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রিবেলায় ঘুমানোর আগে ফি আমানিল্লাহ এর দোয়ার অভ্যাস করুন। এটা ইসলামিক সাংস্কৃতিক। আর ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দেয়। অর্থাৎ একজন আরেকজনের জন্য দোয়া করা। আর এই দোয়ার মাধ্যমে আল্লাহ তা'আলা দুনপক্ষকে নিরাপদে রাখেন এবং আল্লাহ তায়ালা রহমত বরকত অবতীর্ণ করেন।
আশা করি আপনি আজ থেকে ঘুমানোর আগে এবং ঘুমানোর পরে ফি আমানিল্লাহ বলবেন এবং অন্যান্য ক্ষেত্রেও ফি আমানিল্লাহ ব্যবহার করবেন। আল্লাহ তা'আলা এর মাধ্যমে আপনি যার জন্য দোয়া করছেন তাকে বিভিন্ন বিপদ-আপদ থেকে হেফাজত করবেন এবং আপনিও আল্লাহ তাআলার রহমতে থাকবেন। আমরা এই কথা দ্বারা এটাই বুঝতে পারলাম ফি আমানিল্লাহ এর ইংরেজি নেই।

ফি আমানিল্লাহ কখন বলতে হয় ?০৪

ফি আমানিল্লাহ বলার কয়েকটি সময় রয়েছে। ওই সময় গুলো হল -
  • কারো অসুস্থতার ক্ষেত্রে দোয়া হিসাবে এটা বলা হয়।
  • কোন সফর বা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার জন্য দোয়া হিসেবে এটা বলা হয়।
  • বিভিন্ন রকম বিপদ-আপদের ক্ষেত্রে এটা বলা হয়।
  • বিভিন্ন রকম দোয়ার ক্ষেত্রে ফি আমানিল্লাহ বলা হয়।
  • ঘুম থেকে উঠে ফি আমানিল্লাহ বলা হয়। 
  • ঘুমাতে যাওয়ার সময় ফি আমানিল্লাহ বলা হয়।
  • আপন মানুষ বিদায় দেওয়ার সময় ফি আমানিল্লাহ বলা হয়।

কেউ দোয়া চাইলেই ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে কিনা ?০৫

কেউ যদি কারো কাছে দোয়া চায় স্বাভাবিকভাবে কোন ধরনের শর্ত যুক্ত ছাড়াই তাহলে এক্ষেত্রে ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে। এক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই। কেননা আমানিল্লাহ অর্থ হল আল্লাহ তা'আলা আপনাকে হেফাজত করুন, নিরাপদ রাখুন। এই দোয়াটি চমৎকার একটি দোয়া। তাই আপনি নির্দ্বিধায় এই দোয়াটি করতে পারেন ওই ব্যক্তির জন্য যে আপনার কাছে সাধারণভাবে দোয়া চাবে।

ফি আমানিল্লাহ বলা কি বিদআত ?০৬

না এটা কোন বিদআত নয়। বরং এটা একটি দোয়া। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি নিরাপত্তার জন্য দোয়া করা। অর্থাৎ একজন ব্যক্তি  অপর এক ব্যক্তির জন্য এই দোয়া করা যে, আল্লাহ তা'আলা যেন আপনাকে নিরাপদে রাখেন। তবে এটা কোন হাদিসের দোয়া নয়। অতএব যারা বলে ফি আমানিল্লাহ বলা বিদাত বিদআত তাদের বক্তব্য সঠিক নয়। বরং তাদের বক্তব্য বা ধারণা ভ্রান্ত।

শেষ কথা: ০৭

ওপরে ফি আমানিল্লাহ অর্থ কি এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। এবং ফি আমানিল্লাহ উত্তরে কি বলতে হয় তা আলোচনা করা হলো। অতএব আপনি যে কারো জন্য দোয়া করার ক্ষেত্রে ফি আমানিল্লাহ বলতে পারবেন। কেননা এর অর্থ অনেক সুন্দর।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url