""

ইংরেজি শিখার সহজ উপাই। 10+ সিম্পল টেনিক জেনে রাখুন

 বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস। একদম জিরো লেবেল থেকে  ইংরেজি বলতে শিখুন। আজকের এই  কোর্স টি তাদের জন্য যারা একদম নতুন করে ইংরেজি শিখতে শুরু করেছেন। যারা মনে মনে ঠিক করেছেন যে এবার ইংরেজি বলা শিখতেই হবে। এই পোস্টটি তাদের খুব কাজে আসবে। । আশা করি এই পোস্টটি পড়ে শেষ করলে আপনি ইংরেজিতে কথা বলা শিখে যাবেন।

ইংরেজি শিখার সহজ উপাই। 10+ সিম্পল  টেনিক জেনে রাখুন

এখানে আমরা শিখব  ইংরেজি বলতে গেলে যেগুলো সবার প্রথমে জানা উচিৎ মানে যেগুলি না জানলে ইংরেজি বলা সম্ভব নয়। যেমন-

সূচিপত্রঃইংরেজি শিখার সহজ উপাই। এসকল নিয়ম মোথাই রাখুন।

01. Basic English Grammar .

এখানে আমরা জানবো ইংরেজি বলতে গেলে ইংরেজি গ্রামারের   যে যে পার্টগুলি আমাদের জানা উচিৎ। একদম সহজভাবে আমরা ইংরেজি গ্রামার শিখে নেব। এখানে আমরা প্রথমে জানবো Person সম্পর্কে। কারণ এটা না জানলে ইংরেজি বলতে অসুবিধা হবে।

  Person এর প্রকারভেদ:

Person তিন প্রকার - Frist Person ( উত্তম পুরুষ )
                                 Second Person ( মধ্যম পুরুষ )
                                 Third Person ( নাম পুরুষ ) 
Person কে আবার -Singular , Plural এ ভাগ করা হয়। 

                        Frist Person                          Second Person                          Third Person     
                        
                        I  -  আমি                                You -  তুমি, আপনি                  He (male)- সে, তিনি (পুরুষ)
                        Me -   আমাকে                        Your - তোমার, আপনার           She -  সে, তিনি (মহিলা)      Singular >      My -    আমার                                                                             It - এটা
                        Mine -   আমার                                                                          Its - এর
                       Myself -    আমি নিজেই                                                             Itself  - নিজে ,   নিজেই                                                                                                                                 Him -  তাকে                                                                                                                                                   His -   তার                     
                                                                                                                          Her (Female) -তার (মহিলা)
                                                                                                                           Hers - তার
                                                                                                                           Herself - সে নিজেই

 Plural >        We  - আমরা                                    Yours -তোমাদের,                  They- তারা
                     Us   -  আমাদের /আমাদেরকে           আপনাদের                         Them-তাদের                                         
                      Our- আমাদের                                Yourself - তোমরাই               Theirs -  তাদের                         
                    Ours -  আমাদের                                                                          Themselves -নিজেরা
                    Ourselves- আমরা, নিজেরা 

 02. Daily Use English Words.

এখানে আমরা শিখব ইংরেজি বলতে গেলে যে শব্দগুলো আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়। মানে বাড়ি থেকে অফিস, স্কুল কলেজ থেকে বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে যেসব সাধারন কথা আমরা বলে থাকি সেসব বাক্যর ইংরেজিতে ওয়ার্ড শিখব। এতে আপনার ইংলিশ অনেক স্ট্রং হয়ে যাবে।
 
Ask - জিজ্ঞাসা করা 
Bathe - গোসল করা
Bow - ধনুক
Buy - কেন
Clap - হাততালি দেওয়া
Clime - আহরণ করা
Close - বন্ধ করা
Crawl - হামাগুড়ি দেওয়া
Cut - কাটা
Dig - খনন করা
Dream - স্বপ্ন দেখা
Eat - খাওয়া
Fight - লড়াই
Fly -  উড়া
Give - দেওয়া
Jump - ঝাঁপ দেওয়া
Cry - কান্না
Dance - নাচা
Dive - ডুব দেওয়া
Drink - পান করা
Hug - আলিঙ্গন করা
Knit - বোনা 
Laugh - হাসা
Listen - শোনা
Open - খোলা
Paint - রং করা
Play - খেলা
Read - পড়া
Ride - চড়া
Sew - সেলাই করা
Shake - ঝাকুনি দেওয়া
Sing - গান করা
Smell - গন্ধ নেওয়া
Snore - নাক ডাকা
Stack - কাদা করা
Stand up - দাঁড়াও
Talk - কথা বলা
Think - ভাবা
Throw away - ছুড়ে ফেলে দেওয়া
Turn off - বন্ধ করা
Turn on - চালু করা
Wait - অপেক্ষা করা
Wash -  ধোয়া
Watch - ঘড়ি ,  দেখা
Win - জয় করা
Write - লেখা

03. Daily Use English Sentences .

এখানে শিখব আমাদের জীবনের প্রতিনিয়ত যেসব বাক্যগুলি ব্যবহৃত হয়। যে বাক্যগুলি সহজ কিন্তু সব জায়গায় ব্যবহার করা হয়। এগুলি শিখলে আপনি দ্রুত ইংরেজি বলা শিখে যাবেন। তবে তার আগে আমরা জানবো কিভাবে বাক্য তৈরি করতে হয়। কারণ সেটা না জানলে আপনি সঠিক বাক্য তৈরি করতে পারবেন না। যার ফলে ইংরেজি ভুল হওয়ার একটা চান্স থেকে যাবে। তাই আমরা প্রথম দিন থেকেই সঠিকভাবে ইংরেজি শেখা শুরু করব।

এখানে আমরা শিখব ভার এবং অবজেক্ট দিয়ে কিভাবে বাক্য তৈরি করা হয়। তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আপনি খুব সহজে নিজে থেকেও বাক্য তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।

                                                          V + O  
ডিম সিদ্ধ করা - Boil the egg.  এখানে Boil মানে সিদ্ধ করা,  Boil হলো একটি  Verb  তার সাথে যোগ হলো ডিম - The egg. ( অবজেক্ট )

চাবি নিয়ে আসো - Bring the key. এখানে  Bring  হলো  Verb . আর  the key  হলো অবজেক্ট বা আমরা আদার ওয়ার্ড ও বলতে পারি । কারণ বাক্যের অন্যান্য অংশ আমরা ভার্বের পরে বসাবো। প্রথমে আমরা Verb ব্যবহার করব তারপর  ব্যাকর  অন্যান্য অংশকে বসাবো ।

এটি পরিষ্কার করো - Clean it.
এখানে থাকুন - Stay here.
আমাকে সাহায্য কর - Help me.
জামা কাপড় ধুয়ে ফেলো - Wash the clothes.
টিভি চালু করো - Switch on the tv.
তোমার নাম লেখ - Write your name.
এখানে আবার শিখলাম কিভাবে ছোট ছোট বাক্য খুব সহজেই তৈরি করা যায়। এখানে আমরা শুধু মাত্র   ( V+ O ) Verb এবং অবজেক্ট বা আদার্স ওয়ার্ড ব্যবহার করেছিলাম। এবার আমরা শিখব কিভাবে একটি কমপ্লিট ব্যাক বাক্য তৈরি হয়। এখানে এবার আমরা ( V+ O + S ) ভার্ব এবং অবজেক্ট এর সঙ্গে সাবজেক্ট এর ব্যবহার করা শিখব। তার সাথে শিখব Tense এর কিছু নিয়ম। তবেই একটি কমপ্লিট বাক্য  তৈরি হবে । 

এখানে আমি মাত্র একটি সেন্টেন্স নিবো এবং সেই সেন্টেন্সটি সমস্ত ট্রেনসে ব্যবহার করে দেখাবো তার অর্থের পরিবর্তন কিভাবে হচ্ছে। এখানে আমরা শিখব সেন্টেন্স ট্রাকসার এবং সেন্টেন্স । 

Simple Present :

S + V1 + O . সেন্টেন্স ট্রাকসার হবে   Subject + Verb 1 + object . 

তার মনে প্রথমে আপনাকে সাবজেক্ট কে বসাতে হবে, তারপর ভার্ব  বসাতে হবে, এবং তারপর অবজেক্ট কে বসাতে হবে । তাহলে একটি বাক্য তৈরি করতে হলে আপনার এই (Subject + Verb 1 + object) তিনটি জিনিস লাগবে । এবার একটা উদাহরণ দেখা যাক-
                                              Subject + Verb 1 + object
আমি ভাত খাই -  I eat rice . এখানে I হল Subject . Verb হল  eat.  আর rice হল object . 
এবার এই বাক্যটিকে আমরা Past এ ব্যবহার করে দেখি কি অর্থে পরিবর্তন হয়।  আমি ভাত            খেয়েছিলাম ।  কিভাবে পরিবর্তন হয়।

Simple Past :

( S + V2 + O ) Semple present ক্ষেত্রে  V 1st ফ্রম বসেছিল,  যখন আমরা Past Tense করব তখন আমরা Verb ( V2 ) সেকেন্ড ফ্রম কে বসাবো । এটা কিন্তু আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে। ‍Simple present tense এ আমরা বলেছিলাম আমি ভাত খাই। ‍Simple past tense হবে -

আমি ভাত খেয়েছিলাম -  I ate rice.   eat এর  Past  হল ate . 

এবার চলুন দেখা যাক Simple Future Tense . এর ক্ষেত্রে   সেন্ট্রাল স্ট্রাকচার হবে  S+Will+V1+ 

 আমি ভাত খাব - I Will ate rice Future Tense এ সাবজেক্ট এর পরে অতিরিক্ত করে Will বসাতে হবে ।

Present Continuous : 

 S + Am / Is / Are + V + ing +  

এর ক্ষেত্রে ট্র্যাকচার হবে এরকম প্রথমের সাবজেক্ট বসাতে হবে, তারপর সাবজেক্ট অনুসারে Am / Is / Are বসাতে হবে, তারপর Verb বসবে এবং এখানে ভার্বের সঙ্গে অবশ্যই ing যোগ করতে হবে, এবং তারপর অবজেক্ট বসাতে হবে। 

আমি ভাত খাচ্ছি - I am eating rice . এখানে eat হলো মেন ভার্ব তার সাথে আমরা ing কে যোগ করলাম । এবং I সাথে আমরা সাহায্যকারী ভার হিসেবে ‍am কে যোগাযোগ করলাম । 
এবার শিখব আমরা Past Continuous . 

Past Continuous : 

S + Was / Were + V + ing +

Present Continuous এ ছিল আমি ভাত খাচ্ছি । Past Continuous এ হবে -

আমি ভাত খাচ্ছিলাম - I Was eating rice

Future Continuous:


S + Will beV + ing + O   

আমি ভাত খেতে থাকবো - I Will be eating rice .   
 Continuous tense এই আপনাকে সব সময় মনে রাখতে হবে ( V + ing ) verb এর সাথে ing যোগ হয় । 

এইবার আমরা শিখব Present Perfect Tense .

Present Perfect Tense :

S +  had + v3O
 
আমি ভাত খেয়েছি -  I had eaten rice .  এখানে আপনার মনে রাখতে হবে had   কে সমস্ত সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় । এই বাক্যটির কোনটা কি হবে আপনি কমেন্টে করে জানান । 

 Future Perfect Tense : 

S + Will have + V3 +
 
আমি ভাত খেয়ে থাকবো - ? এইটার ইংরেজি আপনি করবেন । যদি না পারেন তাহলে আমাকে জানাবেন। আমি কমেন্টের রিপ্লে দিয়ে বলে দেব। 

যদি আপনার Tense  নিয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাদের Tense  এর এই পুরো পোস্টটি মনোযোগ সহকারে একবার পড়বেন। ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার Tense নিয়ে সমস্যার সমাধান হয়ে যাবে । শুধুমাত্র আপনাকে প্রতিনিয়ত ইংরেজি বলার প্র্যাকটিস করতে হবে। আপনি প্রতিনিয়ত যা যা করেন বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে কিংবা নিজে নিজেই, সবগুলো কথা ইংরেজিতে বলার চেষ্টা করবেন। দেখবেন হয়ে গেছে । 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url