প্রপোজ করার ছন্দ
হ্যালো ব্রাদার আশা করি ভালো আছো। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে ,তারা খুব
সহজে মেয়ে পটাতে পারে হুট করে প্রপোজ করলেই একসেপ্ট হয়ে যায়। আবার আমাদের
মধ্যে অনেকেই আছে যারা মেয়েদের পিছনে ঘুরতে ঘুরতে দুই জোড়া স্যান্ডেল ক্ষয়
করে ফেলেছে তারপরেও মেয়ে পটাতে পারতেছে না।
সূচিপত্রঃ প্রপোজ করার রোমান্টিক কথা ও ছন্দ
তো আজকের পোস্টটা সেই সকল ভাই ব্রাদারের জন্য ধৈর্য ধরে বসুন আর মন দিয়ে
দেখে নিন প্রপোজ করার কিছু কার্যকর নিয়ম ১০০ পার্সেন্ট আপনার প্রেম হবে।
প্রপোজ রিজেক্ট হওয়ার কারণ:
প্রপোজ রিজেক্টট হওয়ার কারণ হচ্ছে প্রপোজ করার সঠিক কৌশল অবলম্বন না করা।
অর্থাৎ যারা প্রপোজ করার সঠিক নিয়ম বা কৌশল জানে হুট করে কাউকে প্রপোজ করে
রাজি করাতে পারে। তাহলে আর দেরি না করে চলুন প্রপোজ করার কৌশল জেনে নিনঃ-
১-শুধুমাত্র আই লাভ ইউ না বলা:
আই লাভ ইউ শুধুমাত্র একটি শব্দ। শুধুমাত্র এই একটা শব্দ দ্বারা কাউকে বোঝানো বা
ফিল করানো সম্ভব না যে আপনি তাকে কত পরিমাণে ভালোবাসেন। আপনি তাকে এতটা
ভালোবাসেন সেটা আপনি যদি তাকে একটু বোঝাতে পারেন। কিন্তু আপনি তাকে মুখ দিয়ে
কিছুই বুঝাবেন না বা বেশি কথা বলে বুঝানোর চেষ্টা করবেন না, তাহলে সে আপনাকে কে
পেচুক মনে করতে পারে। প্রপোজ করার আগে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে নেবেন।
যে আপনি তাকে কতটা ভালোবাসেন সে কথা বলেন স্পষ্টভাবে সুন্দর করে
অল্প কথায় বোঝানোর চেষ্টা করবেন। আজকালের মেয়েরা অনেক ছেলের থেকে প্রপোজ পেয়ে
থাকে। শুধুমাত্র আই লাভ ইউ আই লাভ ইউ শুনতে শুনতে তারা বোর হয়ে গেছে। মেয়েরা
চায় কোন ছেলে তাকে ইউনিক কোনোভাবে প্রপোজ করুক। তাই আপনি আই লাভ ইউ
না বলে অল্প কথায় খুব সুন্দর করে মেয়েদেরকে যদি এটা বুঝাতে পারেন তাকে কতটা
ভালবাসেন তাহলে ধরে নিন মেয়েটি ৫০% আপনার প্রেমে পড়ে গেছে।
কিন্তু সেটা আপনাকে কোনভাবেই বুঝতে দিবে না। যেভাবে সুযোগ পাবেন আপনার
ভালবাসা তার কাছে প্রকাশ করার চেষ্টা করবেন। একেবারে তাড়াহুড়া করে কিছুই
করবেন না। আই লাভ ইউ এই শব্দটার অর্থ কি? আপনি কিভাবে বুঝেন সেটা মেয়েদেরকে
বিভিন্নভাবে বোঝাতে হবে। তাহলে আপনার কাজ হয়ে যাবে ব্রাদার।
প্রপোজ নম্বার -১
তোমার হাতটি ধরে তোমার পায়ে পা মিলিয়ে আমার জীবনের বাকিটা সময় পারি দিতে চায়,
তুমি আমাকে তোমার সাথে সারাটা জীবন পথ চলার সঙ্গি করে নাও । আই লাভ ইউ......💟
প্রপোজ নম্বার -২
ভালোবাসা কাকে বলে আমি জানেনা তোমাকে দেখলেই মনের মধ্যে ভালো লাগা শুরু হয়
তোমাকে দেখলে চোখ ফেরাতে ভুলে যায় , মন চাই সারাটা জীবন তোমাকে দেখতে দেখতে
কাটিয়ে দি ,এরি নাম যদি ভালোবাসা হয় তবে আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে
ফেলেছি । আই লাভ ইউ......💟
প্রপোজ নম্বার -৩
আমার মনটা যখন খারাপ থাকে তখনি তোমাকে দেখতে ইচ্ছে করে যখনি তোমার চাঁদবদনি ওই
মুখখানি দু নয়নে দেখি তখনে হৃদয়ের সমস্থ দুঃখ কষ্ট দূর হয়ে যায় , এরি নাম যদি
ভালোবাসা হয় তবে আমি তোমাকে মনের অজান্তেই ভালোবেসে ফেলেছি । আই লাভ ইউ......💟
প্রপোজ নম্বার -৪
তোমার সাথে পরিচয় না হলে বুঝতাম না ভালোবাসা কাকে বলে তুমি আমাকে শিখিয়েছো
ভালোবাসা” সে যেনো এক নতুন পৃথিবী ‘ আমি তুমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি তোমার
মাজে আমাকে খুজে নাও প্লিজ ; আই লাভ ইউ......💟
প্রপোজ করার রোমান্টিক কথা:
যেকোনো মেয়ের মন জয় করতে বা যেকোনো মেয়েকে খুব সহজে পটাতে রোমান্টিক কথার
থেকে বড় কোনো ঔষধ আর কিছুই হতেই পারে না । আর তাছাড়াও রোমান্টিক কথার
মাধ্যেমে যেকোনো মেয়েকে মূহুতের মাঝেই থুশি করা যায় ।
এতে না বেশি সময় লাগে, না বেশি প্ররিশ্রম লাগে, আর না কোনো খরচ হয় । তাই
চলুন অসাধারন তিনটি রোমান্টিক কথা জেনে নিন । এই কথাগুলো ইউজ করে আপনি পরিচিত,
অপরিচিত যেকোনো মেয়েকে খুব সহজে পটাতে পারবেন ।
বিশেষ করে যে মেয়ের সাথে আপনি সবে পরিচিত হয়েছেন। এমন মেয়েকে পটানোর জন্য
এই রোমান্টিক কথাগুলোে একদম ১০০% কার্যকরি । তো তাহলে আর দেরি কেনো কথাগুলো
জেনেনিন চলুন ঃ-
- যে মেয়ের সাথে আপনি কিছু দিন বা কিছু সময় আগে পরিচিত হয়েছেন। এমন মেয়েকে আপনি যদি পটাতে চান ,তাহলে মেয়েটির সাথে কথা বলার সময় আপনি তাকে বলবেন .. আচ্ছা, তুমি কি নরমালি সবার সাথেই এমন মিষ্টি করে কথা বলো ? নাকি এই বোনাসটা শুধু আমার জন্য প্রযোজ্য?
- যে মেয়েকে আপনি পছন্দ করেন বা ভালোবাসেন । তার সাথে যদি আপনার একটা বন্ধু সূলভ সম্পর্ক থেকে থাকে । তাহলে তার সাথে কথা বলার সময় আপনি তাকে মজা করে বলবেন, জীবন টা সাদা কালো টিভির মতো ছিলো হঠাৎ একদিন তোমাকে দেখলাম আর মনে রং লেগে গেলো । এখন, জীবনটা আমার রঙ্গিন টিভির মতো কালারফুল হয়ে গেছে । তকন মেয়েটা হাসবে বা খুশি হয়ে যাবে । তকন আপনি বলবেন টিভিটা চালাতে গেলে তো রিমট লাগবে, আর রিমট টা তো একনো তোমার কাছেই আছে , প্লিজ রিমট টা দিয়ে দাও না ; তখন মেয়েটা বলতে পারে ই আমার কাছে তো কোনো রিমট নাই , আপনি তখন বলবেন আরে..... তোমার হৃদয়ের কথা বলতেছি প্লিজ দিয়ে দাও না ।
- যে ,মেয়ের সাতে আপনার কিছু দিন আগে পরিচয় হয়েছে , এমন মেয়েকে পটাতে বলবেন- আরে তুমি তো দেখছি 5জী স্পিডের চেয়েও অনেক ফাস্ট , মেয়েটি একটু কৈাতহলি হয়ে বলবে মানে? বা কেনো ? তখন আপনি বলবেন তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিনি তুমি আমার মাথার মধ্যে ঢুকে গেছো , একদিন যেতে না যেতেই আমার ভাবনাতে ঢুকে গেছো,এর মাঝেই কখন যানি আবার আমার হৃদয়েও ঢুকে গেছো,সেটা তো বুঝতেই পারিনি। আর আজকে রাতে দেখি তুমি আমার স্বপ্নেও চলে এসেছো , ম্যডাম রকেটও তো মনে হয় এতো দূত ছোটে না ।
তো কত নম্বার ট্রিপস আপনার কাছে ভালো লেগেছে কমেন্ট করে জানান ।
প্রপোজ করতে গেলে আপনার অন্তরে যে আবেগের সৃষ্টি হয় তা নিয়ে দুর্বল চিত্রের
অনুগামী হওয়া যাবেনা। যাকে পছন্দ করেন আগে কিছু রোমান্টিক কথা দিয়ে খুব দ্রুত
সহজে আপনার প্রতি আকৃষ্ট করে নিতে পারেন।
❣ একটা প্রেমের গান লিখেছি
আর তাতে তোর নাম লিখেছি
মাঝরাতে বদনাম হয়েছে মন
i 💖 u ?
*কত সাগর নদী পেরিয়ে এলাম আমি
কত পথ হলাম যে পার
তোমারি মতন ওগো
অপরূপ সুন্দর দেখিনি তো আর
ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url