""

বন্ধু নিয়ে স্ট্যাটাস

এক জন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। প্রকীতির সর্বশ্রেষ্ঠ সম্পর্কের নাম বন্ধুত্ত। কারন এ সম্পর্ক তৈরি হয় রক্তের বাধন ছারাই তাইতো এ সম্পর্ক বেচে থাকে জ ীবন ফুরিয়ে যায় । বন্ধু একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথীবিকে একত্র রাখতে পারবে । 
বন্ধু নিয়ে স্ট্যাটাস

কোনো মানুষ অপ্রজনিয় নয় যতখন তার একটা বন্ধু আছে। বিশ্বস্ত বন্ধু হচ্ছে  প্রানরক্ষাকারি  ছায়ার মত , যে তা খুজে পেলো ,সে একটি গুপ্তধন পেলো । মনের মত একজন বন্ধু পাওয়া সত্তি ভাগ্গের ব্যপার । LOVE YOU DEAR BEST FRIEND 

সূচিপত্রঃ বন্ধু নিয়ে 30+ বেস্ট স্ট্যাটাস 

বন্ধুত্ব নিয়ে কিছু কথা :

বন্ধু সম্পর্কটাই এমন হয়,  ‍যে যার কাছে তুমার জীবনের সব কিছু বা তুমার পুরো জীবনটাই শিয়ার  করতে পারো । আমাদের জীবনের অনেক এমন বিষয় থাকে যা আমরা আমাদের পরিবারের সাথেও শিয়ার করতে পারি না। এমন কি নিজের বউ ভাবির সঙ্গে শিয়ার করতে পারি না । কিন্তু আমাদের কিছু  বন্ধু থাকে যাদের সাথে মন খুলে সকল বিষয় শিয়ার করা যায় ।  

আর বন্ধুরা কখনো ছেরে যায় না বন্ধুত্বের কোনো বয়স হয় না  । সত্যিকারের বন্ধুত্বের চেয়ে মূল্যবান আর কোনো কিছু এই পৃথিবীতে নেই । বন্ধুত্ব এবং ভালো ব্যবহার তুমাকে সেখানে নিয়ে যাবে, সেখানে অর্থও তুমাকে নিয়ে যেতে পারবে না । পুরনো বন্ধুরা আশীর্বাদ স্বরুপ কারন তাদের সাথেই একমাত্র তুমি বুকা সাজতে পারাে । একটি ভারো বই দশজন বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো লাইব্রেরীর সমান । 

যদি তুমার ফোনের সব থেকে বাজে ছবিটা তুমার কোনো বন্ধুকে পাঠাতে পারাে তাহলে বুঝে নিবে সেই তুমার আসল বন্ধু। যদি বন্ধু ভালো হয় তাহলে কখনো তুমাকে কোনো খারাপ কাজ করতে দিবে না । নিয়তী তুমার আত্মীয় বেছে দেই , আর তুমি বেছে নাও তুমার বন্ধু । যদি তুমি বন্ধুকে বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না । অন্ধকারে কোনো বন্ধুর সাথে হাটা আলোতে একা হাটার থেকে ভালো । গোলাপ যেমন একটি বিষেশ জাতের ফুল বন্ধু তেমনি একটি বিশেষ যাতের মানুষ । দুইটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধুত্ব। 

বেস্টফ্রেন্ড নিয়ে কিছু কথা :

বেস্টফ্রেন্ড মানে যে আমাদের সুখ দুঃখের সাথি হয় , একটু দুষ্টামি আর একটু অভিমান ,অহেতুক পাগলামি আর সীমাহীন ভালোবাসা, এক আত্মার দুইটি দেহ, আর যদি কেউ ভুল করে তাহলে SORRY নয় সব দোষ তোর । বেস্টফ্রেন্ড যার কাছে মনের সব কথা অনায়াসেই বলা যায় ।

 বেস্টফ্রেন্ড যে কাছে থাকলে ঝগরা আর দূরে গেলে অনেক মিস করা । বেস্টফ্রেন্ড যে  নিজে অন্যর কাছে ছোট হবে , কিন্তু তুমাকে ছোট হতে দিবেনা ।

আরো পড়ুনঃ প্রপোজ করার ছন্দ

 বেস্টফ্রেন্ড সারাদিন কথা না বললে তার উপর রাগ করে থাকা । বেস্টফ্রেন্ড মানে পাশে থেকে হাতে হাত  রেখে একসাথে পথ চলা। বেস্টফ্রেন্ড মানে যাকে ইচ্ছে মত বকা দিলেও চুপচাপ শুনে কিছু বলে না । যাদের এমন একটা বন্ধু আছে তাদের কাছে আমার একটাই অনুরোধ সারাজীবন বন্ধুত্বটা বাঁচিয়ে রেখো 

বন্ধুদের মিস করা নিয়ে কিছু কথা :

জীবনে একটা অধ্যায় পার করতে হয় স্কুল জীবন বন্ধুদের সাথে.. 🤼‍♀️
স্কুল লাইফের বন্ধুত্ব কখনো ভোলা যায় না ।
 
স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে হাজারো খুনসুটি ছিলো বুক ভরা ভালোবাসাই ভরা..💏
একটা সময় স্কুল জীবনের বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় । দূরত্ব বেরে যায় তবুও অন্তরে থেকে যায় আন্তরিক টান .....💕

স্কুলজীবনের বন্ধুদের নিয়ে কাটানো প্রতিটি মুহূর্ত চির অটুট থাকে.. স্কুল জীবনের বন্ধুত্ব কখনো শেষ হয় না...👫
                    খুব মিস করি বন্ধু তোদের.. ভীষন মিস করি ...😢
                                      যেখানে থাকিস সুস্থ থাকিস ..
                                     ভালো থাকিস এই কামনা রইলো..🙌

বন্ধুকে মিস করা স্ট্যাটাস:

দিন যদি হারিয়ে যায দিগন্তের কাছে ,ফুল যদি ঝরে যায় বেলার শেষে । রাত যদি হারিয়ে যায় তারার দেশে , জেনে রেখো আমি বন্ধু থেকে যাবো তোমার পাশে ।

নদীর পারে আমি একা নদী চলে আঁকা বাঁকা, এখন ভাবছি তোমার কথা . তোমার সাথে আমার কী গো .. কখনো হবে না দেখা..?


আকাশ দেখেছি , নদী দেখেছি , দেখেছি অনেক তারা ,, দেখিনি আজও ফেজবুকে আমার আসল বন্ধু কারা ..

সত্যি কারের বন্ধু আর ছায়ার মাঝে অনেকটাই মিল আছে । কারণ, সত্যি কারের বন্ধু সব সময় সুখে-দুঃখে  ছায়ার  মতোই পাশে থাকে । 

বন্ধু বলে ডাকো যারে , সে  কি তোমাই ভুলতে পারে ,যেমন ছিলাম তুমার পাশে আজও আছি ভালোবেসে। 

সেই প্রকূত বন্ধু যে বন্ধু চোখের প্রথম ফোটা পানি দেখে দ্বিতীয় ফোটা পরার আগে  ধরে ফেলে , আর ৩য় ফোটা পরার আগে তা হাসিতে পরিনিত করে । 

বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি , তুই হলে তুই বুঝতিস , তোকে দোষ ‍ দিবো না। দোষ আমারি আমি তোকে আমার ভালোবাসা ‍দিয়ে আগলে রাখতে পারিনি। তাই ছুটে চলিস বহু দূরে । 

ভালো বন্ধু হলো সেই যে আপনাকে আপনার মায়ের মতোই যন্তে আগলে রাখবে  ,পিতার  মতো শাসন করবে, বোনের মতো খুনসুটি , ভেয়ের মত জ্বালাবে ভালোবাসবে আপনার প্রেমের মানুষের থেকেও বেশি। 
আমি সেই বৃষ্টি চাই না যে বৃষ্টিতে বণ্যা হয়, আমি সে আকাশ চাইনা  যে আকাশ মেঘলা হয় ,আমি এমন বন্ধু চাই না যে নতুন কাউকে পেয়ে আমাকে ভুলে যায় । 

একজন প্রকৃত বন্ধু নিয়ে স্ট্যাটাস :

একটা ব্যপার খেয়াল করে দেখেছেন কি আমাদের বন্ধু অনেক আছে । কিন্তু সবাই কিন্তু আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। তো যাইহক, প্রকৃত বন্ধু নিয়ে কিছু ক্যাপশন দিলাম ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। 

    1. যে মানুষটি  তোমার বিপদের সময় এড়িয়ে সুখের সময় কাছে থাকে সে তুমার প্রকৃত বন্ধু হতে পারে না ,  বরং যে মানুষটি তুমার বিপদের সময় পাশে থাকে সেই তোমার আসল বন্ধু । 
    2. হয়তো সময় যাবে থেমে সূয্য যাবে ডুবে, হয়তো কেউ রবেনা তোমার পাশে ভয় পেয়েও না হবে না তুমি একা , হাত বারালেই পাবে তুমি তোমার বন্ধুর দেখা। 
    3. ভালো বন্ধু হাত আর চোখের মতো , যখন হাত ব্যাথ্যা পাই তখন চোখ কাদে আর যখন  চোখ কাদে হাত তার অশ্রু মুছে দেয় । 
    4. বন্ধু তুই কোথাই গেলি আমাকে না বলে , ্আমি আজও চেয়ে আছি তোর পথের পাণে ,, জানি তুই আসবি ফিরে একদিন হঠাৎ করে সেদিনও দেখবি বন্ধু  আমি যায়নি তোকে ভুলে । 
    5. ফুল ফুটে কি হবে একদিন তো ঝরে যাবে , স্বপ্ন দেখে কি হবে সকালে তো ভেঙ্গে যাবে । 
    6. সাত রং ছারা যেমন রংধনু হয় না , তেমনি ,,, ১.হাসি ,২. কান্না , ৩.রাগ,৪. অভিমান, ৫.কষ্ট,৬. বিশ্বাস, ৭.স্বপ্ন,  এই সাত রুপ ছারা কখনো ফ্রেন্ডশিপ হয় না । একটা ফুল চাই গোলাপের মতো । একটা পাখি চাই কোকিলের মতো । কিছু সুখ চাই স্বপ্নের মতো । আর একটা বন্ধু চাই মনের মতো ।

বন্ধুত্ব নিয়ে ইসলামি বানী বা উক্তি:

বন্ধু ছোট্ট একটি শব্দ তবে এর তাতপয্র অনেক.----

: দূর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই । - এরিস্টটল


:একটি বই একশটি বই এর সমান ... কিন্তু একটি ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরির সমান ।- এ পি জে আব্দুল কালাম 


:আমার সব থেকে ভালো বন্ধু হলো আয়না কারন আমি যখন কাদি তখন সে হাসে না ।.-চার্লি চ্যাপলিন

:বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর ।..-  এরিস্টটল

:যে তুমার দোষ ধরে বন্ধু  সে জন, সম্মখে তারিফ করে   ‍দুষমন সে জন।  -হযরত ওমর ফারুক (রা:)

:আহ, কি ভারোই না লাগে , পুরনো বন্ধুর হাত । - মেরি এঙলেবাইট

: হাজার টা বন্ধু পাওয়া বড় কথা নয় , বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া ,যখন পৃথিবীর সব মানুষ তুমার বিপক্ষে থাকবে তখন সে তুমার পক্ষে থাকবে । - জ্যাক মা

আরো পড়ুনঃ নিজেকে পরিবর্তন করা নিয়ে উক্তি

:শত্রু কে যদি একবার ভয় করো তাহলে বন্ধুকে অন্তত দশ বার ভয় করিও  , কারন বন্ধু যদি কোনো সময় শত্রু হয় তখন তার কবল হয়তে  মুক্তি পাওয়া সম্ভব হয়বে না । - ইবনুল ফুরাত


:কখনো কোনো বন্ধুকে আঘাত করিও না, এমন কি ঠাট্টা করেও না । - সিসেরো

:বন্ধুদের মধ্যে সব কিছুতে একতা থাকে । - প্লেটো

: অন্ধকারে একজন বন্ধুর সাথে হাটা , আলতে একা হাটার চেয়ে ভালো । - হেলেন কেলার  


:মনে রেখো তুমার শত্রুর শত্রু তুমার বন্ধু , আর  তুমার শত্রুর বন্ধু তুমার শত্রু । -হযরত আলী ( রা:)


: গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ । - রবিন্দ্রনাথ ঠাকুর


: বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রাণরক্ষাকারী ছায়ার মতো, যে তা খুজে পেলো সে একটি গুপ্তধন পেলো।- নিটসে 


: আমার ভালো বন্ধু দের কথা মনে করে আমি যতটা সুখি হতে পারি , অন্য কোনোভাবে সুখী হতে পারি না । - উইলিয়াম লেক্সপেয়র 


: একজন সত্যিকারের বন্ধু তুমাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। - অস্কার ওযাইল্ড


: বন্ধুত্ব গড়তে ধীর গতির হও, কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্চা করো। - সক্রেটিস 


: বন্ধুত্ব কখনো হারায় না , হারিয়ে যায় সেই মানুষ যে বন্ধুত্বের মূল্য দিতে জানে না। - উইলিয়াম লেক্সপিয়র

: বন্ধুযতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিয়না , মনে রেখো জল যতই খারাপ হোক আগনি নেভানোর কাজে লাগে। - আব্রাহাম লেংকন

: প্রকৃতির সর্বশ্রেষ্ট সৃষ্টির নাম বন্ধুত্ব। - এমারসন

বেইমান বন্ধুদের নিয়ে কিছু কথা ও ফেজবুক স্ট্যাটাস:

* সময় তুমাকে ধন্যবাদ 🙂 কিছু পরিচিত মানুষের অপরিচিত চেহারা চেনানোর জন্য 😅

*  ধন্যবাদ সময় তুমাকে 🙂  এই পৃথিবীটাকে আবার নতুন করে চিনিয়ে দেয়ার জন্য 😅

আরো পড়ুনঃ দ্রুত ওজন বাড়ে কি খেলে। সহজ ১০ টি উপাই

*  ধন্যবাদ সময় তুমাকে 🙂 কিছু মুখোশ রুপি মানুষের মুখোশ উন্মোচন করার জন্য🤡
* সময় তুমাকে ধন্যবাদ 🙂 কিছু বেঈমানের আসল রুপ দেখিয়ে দেয়ার জন্য , যারা আমাকে প্রয়োজনে প্রিয়োজন বানিয়েছিলো আবার প্রয়োজন শেষে সুযগ বুঝে বেইমানি করেছিলো ,, যােরা সার্থের জন্য আমাকে আপনজন বানিয়েছিলো , কিন্তু সার্থ  শেষে দূরে ঠেলে দিয়েছিলো আবার দিন শেষে আমাকেই দোষি বানিয়েছিলো ,, তদের সব কথা গুলো এখন মুখ মুজে সহ্য করে নিতে হয় ।  কারন আজকের সময়টা তাদের পক্ষে, আমার নই। 😓

* ধন্যবাদ সময় তুমাকে 🙂 কিছু বন্ধু নামক বিশ্বাসঘাতককে চিনিয়ে দেয়ার জন্য । যারা আমাকে বন্ধু ভালোবাসি বলে মরিয়া হয়ে থাকতো , কিন্তু বিপদের সময় নিজের ছায়াটা ছারা কাউকেই পাশে পাই নি..😔 যাদেরকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করতাম কিন্তু সেই বিশ্বাসের সুযগ নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করেছিলো আর বিনিময়ে আমাকে দিয়েছিলো ধোকা। 😖

* ধন্যবাদ সময় তুমাকে  🙂 ভালোবাসার মিথ্যা অভিনয়ের পার্থক্যটা বুঝিয়ে দিয়ার জন্য। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url