""

শিশুদের বদ নজর থেকে বাচার দোয়া

আসসালামু আলাইকুম,
যদি আপনি বদ নজর থেকে বেঁচে থাকতে চান, যদি আপনি আপনার সন্তানকে, আপনার আত্মীয়-স্বজনদেরকে বদ নজরে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখতে চান, বদ নজরে ক্রিয়া কে নষ্ট করতে চান, তাহলে আজকের এই কুরআনি আমলটা আপনার জন্য।
শিশুদের বদ নজর থেকে বাচার দোয়া

বিশেষ করে  বদনজর করে থাকে আমাদের বাচ্চাদের, ছোট ভাই -বোনদের। তাদের বদ নজর লাগার কারণে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি গুলো, আমাদের ভাই - বোন গুলো বদ নজরের কারণে ঠিকমতো খাবার খেতে চায়না, ঠিকমতো ঘুমাইতে চাই না, তারা সুস্থ থাকেনা, বদনজর লাগার কারণে শরীরটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়।
এজন্য আমরা বিভিন্ন জায়গায় কবিরাজ এর কাছে দৌড়ায়, হুজুরদের কাছে দৌড়ায়, এই জায়গায় সেই জায়গায় দৌড়ায় তাবিজ দেই। কিন্তু আমরা জানি না পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে ছোট্ট একটি আয়াত। এই আয়াতটি যদি আমরা পড়ে যার উপর বদ নজর পড়েছে তাকে যদি ফু দিই এবং এই আয়াতটি পড়ে পানির মধ্যে ফু দিয়ে সে পানিটা যদি তাকে পান করিয়ে দিই, তাহলে বদ নজরে সমস্ত প্রকার ক্রিয়া আল্লাহ তাআলার কুরআনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন ইনশাআল্লাহ। যত বড়ই বদ নজর হোক না কেন এই পবিত্র কুরআনের সূরাতুল কালাম এর ৫১ এবং ৫২ নং আয়াত যদি সেই রোগীর উপরে দম করা হয় এবং পানির মধ্যে ফু দিয়ে পান করানো হয়। তাহলে অবশ্যই সে ব্যক্তি আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ।
প্রিয় ভাই বোন বন্ধুগণ এই গুরুত্বপূর্ণ দোয়াটি আমরা শেখার চেষ্টা করব। কারণ আমাদের ফ্যামিলিতে অনেকেরই বদ নজর লেগে থাকে। তাই এই দোয়াটি আমরা শিখে রাখবো।

শিশুদের বদ নজর থেকে বাচার দোয়াঃ

এই দোয়াটি হল সুরাতুল কালামের ২৯ নং পাড়ার ৩ নং পৃষ্ঠা থেকে শুরু হয়েছে হেফজ কুরআনে।
এই আয়াতটা আপনি তিনবার তেলাওয়াত করবেন তারপর রোগীর উপরে ফু দিবেন। এরপর আবার তিনবার পাঠ করে ক্লাসে পানির ভিতরে ফু দিয়ে রোগীকে পানিটা পান করিয়ে দিবেন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। সমস্ত প্রকার বদ নজরে ক্রিয়া নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলুন আয়াতটা আমরা শিখেনি-
বিসমিল্লাহির রাহমানির রাহিম-  ওয়া ইয়াকা দুল্লাজিনা কাফারু লাইউজলিকুনাকা বি আবসারিহিম লাম্মা সামিউজজিকরা ওয়াকুলুনা ইন্নাহু লামাজ নুন ( সূরা কালাম ৫১ আয়াত )

শেষ কথাঃ

প্রিয় দ্বীনি ভাই- বোন বন্ধুগণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আবারো দেখা হবে অন্য কোন আলোচনাতে। যদি ভালো মনে করেন তাহলে, আমাদের dotbolgger  ওয়েবসাইট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি  আসসালামু আলাইকুম। কমেন্টে সালামের জবাব দিয়ে যাবেন অনেক বেশি খুশি হব।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url