""

শবে বরাতের নামাজের নিয়ম - শবে বরাতের নামাজের নিয়ত

 কোরআন ও হাদিসের আলোকে আলেমরা শবেবরাতে কুরআনে কারীম তেলাওয়াত, জিকির -আজকার, দোয়া -ইস্তেগফার এবং নফল নামাজ পড়ার কথা বলেন।

শবে বরাতের নামাজের নিয়ম - শবে বরাতের নামাজের নিয়ত

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়েছেন  হাদিসের মাধ্যমে প্রমাণিত । নির্দিষ্ট বা আলাদা কোনো নিয়মে এই রাতে আল্লাহর রাসূল ও সাহাবীদের থেকে নামাজ বা অন্য এবাদতের কথা প্রমাণিত নয়।

সূচিপত্রঃ

তবে এই রাতকে ঘিরে বিভিন্ন বই-পুস্তকে নামাজের নির্দিষ্ট নিয়ম- কানুন লেখা আছে অর্থাৎ এত রাকাত নামাজ পড়তে হবে, প্রতি রাকাতে এই এই সূরা এতবার পড়তে হবে-এগুলো সঠিক নয়। হাদীস শরীফে এ ধরনের কোন নিয়ম নেই, এগুলো মানুষের মনগড়া পন্থা।

শবে বরাতের কেউ নফল নামাজ পড়তে চাইলে তার নিয়ম হলো, অন্য নফল নামাজের মতই দুই রাকাত করে নামাজ পড়া। প্রতি রাকাতেই সুরা ফাতেহার পর পবিত্র কোরআনের যে কোন সূরা পড়া। এরপর যথা নিয়মে রুকু- সেজদা করা এবং অন্য রুকুন গুলো আদায় করা। এভাবে দুই রাকাত নামাজ শেষ করা।

আরো পড়ুনঃ কি কি করিনে রোজা ভেঙ্গে যায়?

দুই বা চার রাকাত নামাজ পড়ার পর কিছু সময় দোয়া দরুদ, তাজবিদ-তাহলীল পড়া, জিকির করা, কোরআন তেলাওয়াত করা। এরপর আবার নামাজে দাঁড়ানো। নামাজের পর আবার জিকির- আজকার, কোরআন তেলাওয়াত, তাওবা ইস্তেগফার করা, দ্বীনি আলোচনা শোনা, কোরআন- হাদিসের ব্যাখ্যা পড়া ইত্যাদি।

শবে বরাতের নামাজের নিয়তঃ

আরবি নিয়ত ঃ  نَوَيْتُ أَنْ أُصَلِّيَ لَيْلَةَ الْبَرَاءَةِ رَكْعَتَيْنِ نَافِلَةً مُتَوَجِّهًا إِلَى الْكَعْبَةِ الشَّرِيفَةِ للهِ تَعَالَى.

বাংলা নিয়তঃ আমি মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য কেবলামুখী হয়ে দুই রাকাত নফল শবে বরাতের নামাজ আদায় করার নিয়ত করলাম।

শবে বরাতের নিয়তের ব্যাখ্যাঃ

  • نَوَيْتُ: “আমি নিয়ত করলাম”
  • أَنْ أُصَلِّيَ: “যে আমি নামাজ পড়ব”
  • لَيْلَةَ الْبَرَاءَةِ: “শবে বরাতের রাতে”
  • رَكْعَتَيْنِ: “দুই রাকাত”
  • نَافِلَةً: “নফল”
  • مُتَوَجِّهًا إِلَى الْكَعْبَةِ الشَّرِيفَةِ: “কেবলামুখী হয়ে”
  • للهِ تَعَالَى: “মহান আল্লাহর জন্য”

শবে বরাতের নামাজের নিয়মঃ

লাইলাতুল বরাতের রাত্রি অর্থাৎ ভাগ রজনীর রাত্রিতে আলাদাভাবে নামাজের কোন নিয়ম নেই। তবে সাওয়াবের আশায় আপনি অথবা নির্দিষ্ট কোন প্রার্থনার লক্ষ্য আপনি নামাজের নিয়ম দেখতে পারেন। তবে প্রকৃতপক্ষে শবে বরাতের নফল নামাজের কোন নিয়ম নেই। অন্য সকল নফল নামাজের মত নিয়ত করে ও রুকু সিজদা করে নামাজ আদায় করতে হয়।

আরো পড়ুনঃ হযরত মুহাম্মাদ সাঃ এর জীবনী

দুই রাকাত দুই রাকাত করে আপনার ইচ্ছামত শবে বরাতের নফল নামাজের নিয়মটি সম্পন্ন করতে পারেন। এবং প্রতি দুই রাকাত নামাজে অন্যান্য নফল নামাজের যেভাবে সূরা ফাতিহার সাথে অন্য যে কোন সূরা মিলে নামাজ আদায় করতে হয়। ঠিক সেভাবেই শবে বরাতের নফল নামাজ একই নিয়মে আদায় করলে ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে।

মহিলাদের শবে বরাতের নামাজের নিয়মঃ

পুরুষ এবং মহিলাদের জন্য শবে বরাতের নামাজের আলাদা কোন নিয়ম নেই। মহিলারা বাড়িতে যেভাবে নফল নামাজ আদায় করে থাকে। ঠিক সেভাবে বাড়িতে একাকী দুই রাকাত দুই রাকাত করে শবে বরাতের নামাজ আদায় করতে পারেন। সূরা ফাতেহার সাথে পবিত্র কুরআনের যে কোন সূরা মিলিয়ে প্রথম রাকাত এবং দুই রাকাত ও রুকু সিজদা সম্পন্ন করে নামাজ শেষ করতে পারেন।

শেষ কথাঃ

আশা করছি ইতিমধ্য এই আলোচনা থেকে আপনারা শবে বরাতের নফল নামাজের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।  আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিয়া সুন্নত। আল্লাহ হাফেজ।

আরো পড়ুনঃ কালোজিরার উপকারিতা

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url