""

৮ টি জান্নাতের নাম অর্থসহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুপ্রিয় দিন ইসলাম এর দর্শক আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিন এর অশেষ মেহেরবানী ও দয়ায় আপনারা সকলেই ভাল আছেন। প্রিয় দর্শক মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদের জন্য রেখেছি জান্নাত এবং কাফেরদের জন্য রেখেছে জাহান্নাম। আজকে আমরা জানবো কোরআন থেকে বর্ণিত আটটি জান্নাতের দরজার নাম এবং তার অর্থ।

৮ টি জান্নাতের নাম অর্থসহ

৮ টি জান্নাতের নামঃ

  1. জান্নাতুল ফেরদাউস
  2. জান্নাতুল আদন
  3. জান্নাতুল মাওয়া
  4. জান্নাতুল নাঈম
  5. দারুস সালাম
  6. দারুল খুলদ
  7. দারুন মাকাম
  8. দারুর কারার

জান্নাতুল ফেরদাউস

ফেরদাউস অর্থ:-ফেরদাউস এমন বাগান কে বলা হয়, যাতে সব ধরনের গাছপালা এবং বিভিন্ন বাগানে যা থাকে তার সবই এক জায়গায় এখানে পাওয়া যায়।
 মহান আল্লাহ তায়ালা বলেন, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের মেহমানদারীর জন্য রয়েছে “জান্নাতুল ফেরদাউস”। ( সূরা কাহাফ ১০৭ )

জান্নাতুল আদন

আদন অর্থ:-কোন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হওয়া, বসবাস করা ও চিরঞ্জিব। জান্নাত যেহেতু চিরস্থায়ী আবাস, কখনো শেষ হবে না তাই এ নামে নামকরণ করা হয়েছে।
মহান আল্লাহ তায়ালা বলেন, "জান্নাতুল আদন" তারা তাতে প্রবেশ করবে, যার তলদেশে ঝরনা গুলো বয়ে গেছে। তারা যা চাইবে তাদের জন্য সেখানে তাই রয়েছে। এভাবেই আল্লাহ মুক্তাদীদের পুরস্কার দিয়ে থাকেন। ( সূরা নাহল ৩১ ) 

জান্নাতুল মাওয়া

মাওয়া অর্থ:- মাওয়া শব্দের অর্থ ঠিকানা বা প্রকৃত আশ্রয় স্থল। নেককার ও শহীদদের রুহু গুলো এখানে এসে আশ্রয় নেবে, এখান থেকে তারা আর বাইরে বের হবে না এজন্য এর নামকরণ করা হয়েছে "জান্নাতুল মাওয়া"।
মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন, আর যারা ঈমান আনবে ও নেক আমল করবে তাদের জন্য তাদের আমলের প্রতিদান স্বরূপ রয়েছে "জান্নাতুল মাওয়া"। ( সুরা সাজদাই ১৯ )

জান্নাতুল নাঈম

নাঈম অর্থ:- সুখ- স্বাচ্ছন্দ, দান, নেয়ামত। জান্নাত খাদ্য- পানীয় সুখ- স্বাচ্ছন্দ্য অবাধ স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন ধরনের নেয়ামতে পরিপূর্ণ। তাই "জান্নাতুল নাঈম" নামে নামকরণ করা হয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামীন বলেন, নিশ্চয়ই মুক্তাদীদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামত পূর্ণ জান্নাত। ( সূরা কলম ৩৪ )

দারুস সালাম

সালাম অর্থ;- সালাম অর্থ শান্তির ঘর। যেহেতু জান্নাতে থাকবে শান্তি ও নিরাপত্তা, সেখানে অশান্তির কিছু থাকবে না এবং তারা পরস্পরের সালাম বিনিময় করবে। আল্লাহ ও ফেরেশতারাও সালাম জানাবে। তাই একে দারুস সালাম ও নিরাপত্তা ও শান্তির ঘর বলা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ ( দারুস সালাম ) শান্তির আবাসের দিকে আহবান করবেন এবং যাকে ইচ্ছা পথপ্রদর্শন করবেন সরল পথের দিকে। ( সূরা ইউনুস ২৫ )

দারুল খুলদ

খুলদ অর্থ:- স্থায়ী হওয়া। জান্নাতিরা সেখানে চিরস্থায়ী হবে কখনো বের হবে না। তাই জান্নাতিদের অবস্থার আলোকে এ নামে নামকরণ করা হয়েছে।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তায়ালা বলেন, তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করো, এটাই স্থায়িত্বের দিন। ( সূরা কাফ ৩৪ )

দারুন মাকাম

মাকাম অর্থ:- স্থায়ী আবাসের বাড়ি। জান্নাত হচ্ছে প্রকৃত স্থায়ী আবাসের বাড়ি। এখান থেকে কাউকে কখনো উচ্ছেদ করা হবে না। তাই এ নামে নামকরণ করা হয়েছে।
আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদের ( দারুন মাকাম ) স্থায়ী নিবাসে স্থান দিয়েছেন। যেখানে কোন কষ্ট আমাদের স্পর্শ করে না এবং কোন ক্লান্তি ও আমাদের স্পর্শ করে না।
 (সূরা ফাতির ৩৫)

দারুর কারার

কারার অর্থ;- স্থায়ী আবাস। যার শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। আখিরাতের বিচার- ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে আর কোনো দিন তা শেষ হবে না। তাই এ নামে নাম করন করা হয়েছে। 
মহান আল্লআহ রব্বুল আলামিন বলেছেন, হে আমার কওম, এ দুনিয়ার জীবন শুধু ক্ষণকালের ভোগ, আর নিশ্চয় আখরাত হলো ( দারুর কারার ) স্থায়ী আবাস।  ( সূরা গাফির ৩৯ )

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url