""

প্রেমে পড়লে কি হয় ? আসুন মূল 10+ লক্ষণ জেনে নিয়া যাক।

প্রকৃতির প্রত্যেকটা জীব বিপরীত লিঙ্গকে আকর্ষণ করার জন্য কিছু না কিছু করে থাকে। সরাসরি ভালবাসার কথা না জানিয়ে শুধু শারীরিক ভাষা দিয়ে নিজের মনের কথা বুঝিয়ে দেওয়া সম্ভব । উল্টা পাল্টা ভাবে চিন্তা করলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে, কেউ আপনার প্রেমে পড়েছে কিনা তা তার শারীরিক ভাষার মাধ্যমে বোঝা যায়।

প্রেমে পড়লে কি হয় ? আসুন মূল 10+ লক্ষণ জেনে নিয়া যাক।

সূচিপত্রঃ প্রেমে পড়লে কি হয় ১০+ লক্ষণ জেনে নিন

প্রথম প্রেম

প্রথম প্রেম, সেটা তো একটা আলাদা অনুভূতির খুব কঠিন এক ডেফিনেশন।  প্রথম প্রেম হল জীবনে খুব বড় একটি দুর্বলতার নাম। প্রথম প্রেমে কখনো অবিশ্বাস থাকে না, থাকে দু চোখ ভরা বিশ্বাস, থাকে সারা জীবন একসাথে থাকার এক তীব্র ইচ্ছা, আর থাকে একে অপরকে হারিয়ে ফেলা প্রচুর ভয়। প্রথম প্রেমে যা কিছুর অভাব থাকুক না কেন, ভালোবাসার কোন কমতি হয় না। প্রথম প্রেমে এমন কিছু বিষয় থাকে যা পরে মনে পড়লে খুব হাসি পায়। আর তখন আমরা নিজের  অজান্তে মনে মনে বলি,  ইশ কিরকম টাই না ছিলাম তখন। প্রথম প্রেম কখনো ভেবে চিন্তে হয় না। এটা ঝড়ের বেগে জীবনে হঠাৎ করেই চলে আসে। আর এমন একটা মানুষের সাথে হয়, যা আগে আমরা ভাবতেই পারতাম না। হ্যাঁ প্রথম প্রেমটা এমনই হয়। আর আশ্চর্যকর ব্যাপার হল, প্রথম প্রেম অনেক বছর পরে এসে প্রথম প্রেমের মতো ই থাকে।

ছেলেদের প্রেমের কিছু লক্ষণ। ছেলেরা প্রেমে পড়রে কি কি করে ?

প্রেমে পড়লে কি হয় ? আসুন মূল 10+ লক্ষণ জেনে নিয়া যাক


১. লজ্জা  দেখা করতে গেলে সরাসরি মেয়েটির দিকে তাকাতে কেমন জানি অদ্ভুত লজ্জা পেতে থাকে। কিন্তু আড় চোখে মেয়েটিকে দেখতে থাকে বার বার।
২. অস্থিরতা যেকোনো কাজ অথবা ছোট্ট ছোট্ট কথা শেয়ার করার জন্য অস্থির হয়ে থাকে। আর কারণে বা অকারনে ফোনে কথা বলতে চাই।
৩. গুরুত্ব মেয়েটির যেকোনো কথা খুব মনোযোগ সহকারে শুনে। নিজের পছন্দের তালিকায় মেয়েটির পছন্দ কে বেশি গুরুত্ব দেয়। মেয়েটির জন্য নিজের অপছন্দের  কিছুও তার পছন্দের হয়ে ওঠে।
৪.খুশি সব সময় মেয়েটিকে খুশি করার নেশায় আসক্ত থাকে। মেয়েটি মন খারাপ থাকলে কারণ জানতে চাইতে চাইতে পাগল করে দেয়।
৫. পরিবর্তন হয়তো মেয়েটিকে কিছু বলবেনা, কিন্তু নিজের জীবনের খারাপ কাজ থেকে বিরত থাকবে। শুধুমাত্র মেয়েদের কথা ভেবেই।
৬. মিস করা বন্ধুদের আড্ডায় মেয়েটিকে ভীষণ ভাবে মিস করবে। আর সবার অলক্ষে ফোনের দিকে খেয়াল রাখবে, যদি মেয়েটি ফোন না মেসেজ করে সেটি যেন মিস না হয়।
৭. চোখাচোখি মনোযোগ আকর্ষণের চেষ্টা।  
 
৮.ব্যক্তিগত বিষয়ে আগ্রহ  কোনো ছেলে যখন আপনাকে পছন্দ তখন সে আপনার ব্যক্তিগত বিষয়গুলোতে ধীরে ধীরে বেশি আগ্রহ দেখাতে শুরু করবে। এছাড়া আপনার সাথে ছেলেটির যে কথা হবে তার প্রত্যেকটি শব্দের দিকে সে বিশেষ নজর দেবে।
৯. কণ্ঠস্বরে পরিবর্তন একটি ছেলে যখন তার পছন্দের মেয়ের সাথে কথা বলে তখন তার কণ্ঠস্বরেও কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হয়। এই স্বরটি অনেক ব্যক্তিগত ধরনের এবং আন্তরিক। আর এটি শুধু তার পছন্দের মেয়েটির জন্যই বরাদ্দ থাকে।
১০. পরিপাটি ভাব কোন ছেলের শারীরিক ভাষার যেসব লক্ষণ দেখে এটা বুঝবেন যে ছেলেটি আপনার প্রেমে পড়েছে, তার অন্যতম একটি হলো পরিপাটি ভাব। ছেলেটি বারবার তার জিন্স টি-শার্ট ঠিক করবে চুল এলোমেলো হয়ে গেল কিনা তা দেখবে।

এসব দেখে খুব সহজেই আপনার প্রতি  ছেলেটির বিশেষ আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

মেয়েদের প্রেমের কিছু লক্ষন।মেয়েরা কারো প্রেমে পড়রে সাধারনত যা কিছু করে 

১. আপনাকে দেখলে মেয়েটি কাপোড় ঠিক করবে এবং মাথাই কাপড় দিবে । 
২. আপনি তার সামনে পরলে মাথা নিচু করে হাটবে এবং দূরে গিয়ে তাকাবে । 
৩. আপনাকে দেখলে লজ্জা লজ্জা ভাব থাকবে, আপনার চোখে চোখ পরলে লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিবে।
৪. কেউ আপনার বদনাম করলে আপনার ভালো দিক গুলো তুলে ধরবে ।
৫. আপনি সামনে দারিয়ে তার সাথে কথা বল্লে সে অপ্রস্তুত হয়ে পরবে ।
৬. আপনার কাছের মানুষদের সাথে ভালো সম্পর্ক করার চেষ্টা করেবে।
৭. আপনার আসে পাশে থাকার চেষ্টা করবে।
৮. কারো কাছে থেকে আপনার সম্পর্ক জানতে চাইবে।

এই লক্ষণ গুলো দেকলে বুঝবেন সে আপনার প্রেমে পরেছে ।

Frequently Asked Questions

মেয়েরা কত বছর বয়সে প্রেমে পড়ে?

এখন কার জেনেরশ্নের মেয়েরা ১৩ থেকে ১৬ এর মধ্যে কমপক্ষে দুইটা প্রেম করেই ফেলে । মানে তারা এত দূত প্রেমে পড়তে পারে বা ছেলে পটাতে পারে।

মেয়েরা প্রেমে পড়লে কেমন আচরণ করে?

অতিরিক্ত রাগ আর নিজেকে তোমার কাছে প্রোকাশ করবে কিন্তু সে এমন ভাব দেখাবে যেনো এমনিতেই এগুলো হচ্ছে। দেখার  জন্য ৬৪৫ রকমের কারন বের করবে কিন্তু এমন ভাব দেখাবে যেনো ইগনর করছে।

প্রেমে পড়লে শরীরের কি হয়?

প্রেমে পড়লে ছেলেদের শরীরের স্বাস্থ উন্নতি হয় আবার অনেকের গার্তি হয়ে যায় রাতে ঘুম না হওয়ার জন্য। প্রেমিকার সাথে সংসার গুছাতে ঘুম হয় না বাসায় যদি 4g পাই তাইলে ত কোনো কথাই নাই, ইশারাতে বাচ্চার নাম ঠিক করা হয়ে যায়। যাই হোক এরকম আরো অনেক লক্ষণ আছে যদি জানতে চান তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন।

কিভাবে বুঝবেন ছেলেটি আপনার প্রেমে পড়েছে?

ছেলেটি তোমার প্রেমে পড়েছে বুঝা খুবি সোজা। যদি আপনি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পাড়বেন। যে ছেলে আপনার প্রেমে পরেছে তাকে নিয়ে আপনার সন্দেহ হবে হুট করে তার করা কিছু উৎঘট কর্মকান্ড আপনার মনে হয়ে আপনি আজব রিয়াক্ট করবেন। এরপড়ে আপনি সেই ছেলেকে একটু সময় দেবেন। ওই সময় টুকু সে যদি নানান রকম কর্মকান্ড করবে বা নিজেকে স্থির রাখতে পাড়বে না। আরো গভির ভাবে বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করে জানাবেন।

প্রেমে পড়ার অনুভূতি কেমন?

প্রেমে পড়ার মূহুর্ত সারাজীবন নাকি মনে থাকে। আবার কেউ বলে আমি কখন প্রেমে পড়েছি আমি নিজেও বলতে পারব না। এই বিষয় টি বিস্তারিত বলে পোস্টটি শেষ করবো নিচের স্টেপ পড়ুন।

কেউ প্রেমে পড়ার পরে ঠিক এমনটাই হয় 

আমি ভালোবাসার কথা বলতে পারি না, কারণ ভালোবাসা একটা আপেক্ষিক বিষয়। প্রথম প্রেমের কোন স্মৃতি আমরা খুব সহজে ভুলিনা। একটা রঙিন ছবির মত আমাদের মনের মধ্যে থেকে ই যায়। কিন্তু প্রথম প্রেমের মানুষটাকে সবাই ধরে রাখতে পারে না।

হয়তো কেউ.. ইময়েচুয়েরেটির কারণে হারায় , কেউ ভুল মানুষের প্রেমে পড়ে হারায়, আবার কেউ, পরিবারে ঝামেলার কারণে হারায়, আবার কেউ ইচ্ছা করেই চলে যায়। হয়তো আবেগের বশে অন্য কারো কথায়, নয়তো ইগোর কারণে। আবার অনেকে. কেন চলে যায় সে নিজেই জানে না। আবার কারো কারো আগের মতই ঠিক হয়ে যায়। আমরা একসাথেই থাকবো। এই একটা কথা মনের মধ্যেও ধরে রেখে শুরু হয় অপেক্ষার প্রহর। তবে যারা টিকিয়ে রাখতে পারে তারা সত্যিই ভাগ্যবান। আর যারা টিকিয়ে রাখতে পারেনা তারা প্রথম প্রেমের প্রথম মানুষটির জন্য, গোপনে কাঁদে। যে চলে যায় সে হয়তো জানে না যে তার প্রথম মানুষটি, তার জন্য কত আগ্রহ নিয়ে অপেক্ষা করে। সব মিলিয়ে প্রথম প্রেম মানুষের জীবন অনেকটা পাল্টে দেয়। প্রথম প্রেমে কখনো দু চারবার পড়া যায় না। প্রেমে মানুষ একবারই পরে আর সেটা হলো প্রথম প্রেম। ভালো থাকুক সবার ভালোবাসার মানুষটি।

dotbolgger


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url