আইবুপ্রোফেন এর কাজ কি? আইবুপ্রোফেন খাওয়ার নিয়ম।
আইবুপ্রোফেন একটি জেনারিক নেম। যার Parent Brand হচ্ছে Brafen. প্যারেন্ট কম্পানি ব্রস্ট ইউকে লিমিটেড। আইবপ্রোফেন এর Country - Nottingham UK. FDA Status - Approved. অর্থৎ FDA কর্তীক আইবুপ্রোফেন জেনারেকটি অ্যাপরুভ। এর Official Specification: BP. অর্থাৎ ব্রিটিস পার্মোকফিয়া। আইবুপ্রোফেনের Pregnancy Category: B . তবে থ্রাড টেমিস্টার বা ডেলিভারির কাছাকাছি আসলে এর Pregnancy Category হয় D.
- Therapeutic class: NSAIDS
- Dosage from: Tablet, Suspension, Capsule.
-
Strength: 100mg, 200mg, 300mg, 400mg.
পোস্টসূচীপত্রঃআপনেরা বুঝতেই পারছেন আজকে আমরা কি নয়ে আলচনা করতে যাচ্ছি। আমরা আলোচনা করতে
যাচ্ছি NASAIDS গ্রুপের ড্রাক্স আইবুপ্রোফেন নিয়ে। আজকের আলোচনাতে থাকছে
আইবুপ্রোফেনের বিবরণ, কার্যপদ্ধতি, সেবনবিধি, পার্শপ্রতিক্রিয়া, গর্ভাঅবস্থায় এবং
স্তন্যদান কারে এর ব্যবহার সতর্কতা ও সাবধানতা ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা
বিস্তারিত আলচনা করবো ইনশাআল্লাহ।
DOT Bolgger চ্যানেলে আজকে যারা নতুন
এসেছেন আশা করি সাবস্ক্রাইব করবেন।
Ibuprofen brand names
আবুপ্রোফেন পিপারেশনটি বাংলাদেশের বিভিন্ন কম্পানি বিভিন্ন ব্রান্ড নামে
মার্কেটিং করে আসছে। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ব্রান্ড হচ্ছে। Flamex (Acl),
Bufen (Dnag), Bunifen (Healthcare), Inflam (Sonofi), Profen ( Acme), Nearofen
( alobes), Reumafen ( Beximco), Advel (Opsonin), Rebupprofen (Renata),
Serviprofen ( Novartis) etc. এই কম্পানিগুলো সুনামের সাথে মার্কেটিং করে
আসছে আইবুপ্রোফেন পিপারেশনটি।
যে রোগ হলে আইবুপ্রোফেন নিয়া হয়
- Osteoarthritis ( হারের ক্ষয়রোগ)
- Rheumatoid ( অস্থিসন্ধির প্রদাহ )
- Ankylosing Spondilitis ( মেরুদন্ডের প্রদাহ )
- Dysmenorrhoac ( মাসিকের ব্যথা )
- Back pain ( কোমড় ব্যথা )
- Fever ( জ্বর )
- Gout Arthnitis ( ইত্যাদি )
অর্থাৎ আইবুপ্রেফেন পিপারেশনটি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত সেগুলো হচ্ছে
হারের ক্ষয়রোগ,অস্থিসন্ধির প্রদাহ, মেরুদন্ডের প্রদাহ, মাসিকের ব্যাথা, কোমড়
ব্যাথা, জ্বর।
কার্য পদ্ধতি
Ibuprofen prostaglandin synthesis কে inhibit করার মাধ্যমে pain release
করে।
পার্শপতিক্রিয়া
- বদহজম
- বমি
- বমি বমি ভাব
- ডায়রিয়া
- পেটে ব্যাথা
- মাথা ব্যাথা
- মাথা ঝিম ঝিম করা
- র্যাশ
ইত্যাদি পার্শপতিক্রিয়া দেখা যেতে পারে।
সেবন ও নির্দেশনা
প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দৈনিক ৪০০ মি. গ্রা.। সর্বোচ্চ ২৪০০ মি. গ্রাম
এর বেশি হওয়া উচিত নয়। আইবুপ্রেফেন মেডিশিনটি গর্ভাবস্থায় ও স্তন্যদান কালে
ব্যবহার করা উচিত নয়। যে সকল রোগিদের আইবুপ্রোফেনের প্রতি অতি সংবেদনশীলতা
রয়েছেতাদের ক্ষেত্রে প্রতিনির্দেশীত বা ব্যবহার নিশেধ। এছাড়া যাদের মারাত্বক
আলসার রয়েছে তাদের ক্ষেত্রেও নিষেধ রয়েছে।
শেষ কথা
সেবনবিধি ও নির্দেশনা মেনে ঔষধটি ব্যবহার করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়
তাহলে চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং আপনার সমস্যা ডাক্তারের কাছে লুকাবেন না।
কোনো দিধা ছাড়াই চিকিৎসকের সাথে কথা বলতে হবে নয়তো আপনি সঠিক চিকিৎসা নাও পেতে
পারেন।
সকলে ভালো থাকুন সুস্থ্য থাকুন।
DOT Bolgger চ্যানেল সাবস্ক্রাইব করতে
ভুলবেন না কারন সাস্থ্য বিষয়ে ও অজানা তথ্য আমরা সন্ধান করে সবার কাছে
পৈাছে দেওয়ার চেষ্টা করছি। আস-সালামুয়ালাইকুম।
ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url