অনলাইনে লোনের জন্য আবেদন (৩০,০০০ টাকা প্রর্যন্ত)
আপনি কি অনলাইন থেকে লোন নিতে চাচ্ছেন? অনলাইন থেকে লোন নিতে চাইলে আজকের এই পোস্টটি আপনার জন্য সব থেকে ইম্পরট্যান্ট। আপনারা অনেক সময় অনলাইন লোন নিতে চান, অনেক অনেক সমস্যায় পড়ে খুব জরুরী মুহূর্তে টাকা প্রয়োজন হয় এজন্য আপনারা অনেকেই লোন নিতে চান। বিশেষ করে নগদে বা বিকাশে লোনের জন্য আবেদনকরতে চেয়েও পারেন না। কারণ ওখানে অনেক প্রক্রিয়া রয়েছে। তারপরে কি করেন, আপনারা লোন নেওয়ার জন্য অনলাইনে অ্যাপ সার্চ করেন। যে অ্যাপ গুলো কিন্তু অনলাইন থেকে লোন দিয়ে থাকে। কিন্তু এই লোন দেওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে একটি সতর্কবার্তা রয়েছে কিন্তু লোন আপনি পাবেন।
আচ্ছা, কিছু অ্যাপ রয়েছে অনলাইন লোন দেয়। এই অ্যাপগুলি কি করে আপনার ডাটা নিয়ে যাবে। আপনি যখন লোনের জন্য এপ্লাই করতে যাবেন তখন ওরা আপনার ফোনের সকল অ্যাক্সেস তো নেবেই এবং আপনাকে ওদের কাছে ১৫০০০ টাকা জমা রেখে লোন নিতে বলবে।
এমন কাজ প্রথমত কখনোই করবেন না। আপনি ১৫০০ টাকা দিলে আপনার ১৫০০ টাকা তো শেষ হবেই সাথে আপনার ফোনের অ্যাক্সেসর সব হারাবেন। তবে কিছু কিছু অ্যাপ রয়েছে লোন দিয়ে থাকে কিন্তু সুদের হার এত পরিমাণ বেশি যা আপনি কল্পনাও করতে পারবেন না। আপনি যদি দশ হাজার টাকা ওদের কাছ থেকে লোন নেন তাহলে আপনাকে ১৪ হাজার টাকা পর্যন্ত পরিশোধ করতে হবে। এত পরিমাণে ওদের কাছে সুদের হার তাহলে অনলাইন লোনটা কিন্তু রিস্কি।
অনলাইনে লোন নিলে আপনারা সমস্যায় পড়তে পারেন। কি ধরনের সমস্যায় পরতে পারেন?
আপনি যদি অনলাইন থেকে লোন নিয়ে থাকেন তারপরে লোন পরিশোধ করার সময় পরিষদের ডেট চলে আসবে। তখন যদি আপনি ওদের ফোন পিক না করেন ওদের যদি ইগনোর করেন। তাহলে ওরা যে আপনার ফোনের ডাটা নিয়েছে এটা দিয়ে আপনাকে সমস্যা ফেলতে পারে বা অনেকে ফেলেছে। তবে একটা গুড নিউজ হল ওরা কিন্তু কোন আইনের সহতা নিতে পারবে না। কারণ অনলাইন লোন পুরোপুরি আইনের নিষিদ্ধ। বাংলাদেশ সরকার দ্বারা অনলাইন লোন নিষিদ্ধ। প্রফেশনাল ব্যাংকিং ছাড়া কোন অ্যাপ লোন দিতে পারবেনা। ১০০% নিষিদ্ধ আপনি যদি ওদের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ না করেন তাহলে ওরা কিছু করতে পারবে না।
তবে ওরা যেটা করতে পারবে আপনার ফোনের যে সকল এক্সেস ওরা নিয়েছে এটা দিয়ে অনেক ঝামেলা করতে পারে। যেমন-আপনার গ্যালারি সব ছবি নিয়ে পারবে, আপনার ফোনের যত কল নাম্বার আছে ওরা নিতে পারবে। এগুলো ফোন টোন দিয়ে ঝামেলা করতে পারে।
তারপরও অনেক অ্যাপ রয়েছে, গাইড লোন রয়েছে ,পকেট লোন রয়েছে এরা কিন্তু লোন দিয়ে থাকে। এদের থেকে আপনি কিভাবে লোন নিবেন? চলেন দেখি এবং আলোচনা করি। তবে সব সময় চেষ্টা করবেন অনলাইন থেকে লোন না নেয়ার। যদি বিশ্বাস কোন ঝামেলায় না করেন তাহলে নেয়ার ট্রাই করবেন না। তারপরেও অনেকে জানতে চাই সেগুলো এখন দেখিয়ে দেব। তাহলে চলেন এখন আমরা মেইন টপিকে যাই।
ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url