লটকন ফল এর উপকারিতা
টক- মিষ্টি ফল লটকন খেতে ভালবাসেন অনেকেই। ইংরেজিতে লটকন কে বলা হয় বার্মিজ গ্রেপ। লটকন দেখতে হলুদাভ ছোট এবং গোলাকার। টক- মিষ্টি স্বাধের লটকন ফলকে সরাসরি খাওয়া হয় বা জ্যাম তৈরি করেও খাওয়া যায়। এই ফলটির আবার বেশ কয়েকটি নাম রয়েছে। যেমন-হারফাটা, ডুবি, বুবি, কানাইজু, লটকাউ,কিছুয়ান ইত্যাদি।
লটকন গাছ দক্ষিণ এশিয়ার বুনো গাছ হিসেবে জন্মালেও বাংলাদেশ, মালোশিয়া ও থাইল্যান্ডে বাণিজ্যিক চাষ হয়। লটকন কে আপনারা হাড়-ফাটা লটকা লটকাও যে নামেই চিনেন না কেন। এখন আমরা জানবো ফলটির পুষ্টিগুন সম্পর্কে।চলুন তাহলে জেনে নেয়া যাক ফলটির নানা গুন ও উপকারিতা সম্পর্কে।
লটকন ফলের এত উপকারঃ
- শারীরিক দুর্বলতা দূর করে
- বুক ধরফর দূর করে
- হাত পায়ে ব্যথা দূর করে
- পায়ের তালু ফাটা রোধ করে
- ঠোঁট তালু ফাটা রোধ করে
- ঠোঁট ও মুখের ঘা দূর
- বারবার গলা শুকিয়ে
- রক্ত ও হাড়ের ক্ষয় রোধ
- ক্যান্সারের ঝুঁকি কমায়
- খাদ্য শক্তির ভালো উৎস
- কোশখালার সুস্থতায়
- প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
- চর্মরোগ থেকে রক্ষা
- বমি বমি ভাব দূর করে
- মানসিক অবসাদ দূর করে
- তৃষ্ণা মেটাতে সক্ষম
- শর্করার মাত্রা নিয়ন্ত্রণ
- ডায়রিয়া দূর করে
- গনোরিয়া রোগের প্রতিষেধক
- ক্ষুধামন্দা দূর করে

ডোট ব্লগারের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url